Recents in Beach

The first condition for success is confidence

কে সফল হতে চায় না? প্রত্যেকেই চায় সফল হতে। কিন্তু সবাই সফল হতে পারে না। আর সফল না হতে পারার প্রথম শর্ত হলো আত্মবিশ্বাসের অভাব। যদি আত্মবিশ্বাসী হওয়া যায় তাহলে প্রায় প্রতিটি কাজেই সফল খুব সহজেই সফলতা অর্জন করা সম্ভব। 



সামান্য একটি বিষয় ভেবে দেখুন, আপনি কোন কাজে একবার সফল হলে ওই জাতীয় সকল কাজে সর্বেোচ্চ উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করেন। যার ফলে সফলও হন। কিন্তু আমরা নতুন কোন কাজ করতে গেলে প্রথমে খুবই উদ্দমী থাকি। কিন্তু দেখা যায় সময়ের সাথে সাথে আগ্রহটা কমে যায়। আমরা সেই উৎসাহ, উদ্দীপনা নিয়ে আর কাজ করি না। তারপর দেখা যায়, আমাদের কাজে একটু বাধা আসলে আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। নিজেই বলে ফেলি, হয়তো আমার দ্বারা এটা আর হবে না। আর মন ভেঙ্গে যাওয়ার কারনে, আগের মতো কাজও করি না। আসতে আসতে দেখা যায় যে, কাজটির উপর আগ্রহ একেবারেই চলে যায়। আর সফল হওয়া ওঠে না।

আসলে দোষটা আমাদের। আমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শতভাগ আত্মবিশ্বাস নিয়ে কাজ করি তাহলে আমাদের সফলতা আটকানো অসম্ভব। আমরা ধৈর্য্য হারিয়ে ফেলি। আমরা সহজেই সফলতা অর্জন করতে চাই। কিন্তু সফলতা কখনোই সহজে ধরা দেয় না। সফলতা অর্জন করতে হলে কঠোর পরিশ্রম করতে হয়। প্রথম থেকে শেষ পর্যন্ত আত্মবিশ্বাসী হয়ে কাজ করতে হয়। সকল বাধা-বিপত্তিকে আত্মবিশ্বাসের সাথে মোকাবিলা করতে শিখতে হয়। নিজের উপর ভরসা রাখতে হয়, হ্যা আমি অবশ্যই পারবো। আমি সব সময়ই একটা কথা বলে থাকি, There are nothing impossible for human being, just need a strong will. (মানুষের কাছে অসম্ভব বলে কিছু নাই, শুধুমাত্র একটি শক্তিশালী ইচ্ছেশক্তি দরকার).

আপনি সকল সফল ব্যক্তির সফলতা অর্জনের পিছনের গল্প জানুন। দেখবেন, প্রত্যেকটি সফলতার পিছনে একটি আত্মবিশ্বাসী শক্তিশালী মনোভাব ছিল।

সুতরাং, যেকোন কাজ করার আগে অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত একইভাবে আত্মবিশ্বাসী থাকতে হবে। কোন পরিস্থিতিতে ভেঙ্গে পড়া যাবে না। তাহলেই সফলতা আপনাকে ধরা দিতে বাধ্য হবে। 




English Translate: 
.............................
Who doesn't want to be successful? Everyone wants to be successful. But not everyone can succeed. And the first condition for not being successful is lack of confidence. If you can be confident, you can succeed in almost every task very easily.

Just think of one thing, once you succeed in a job, you work with the highest incentive to do all that work. As a result, you become successful. But when we are trying something new, we are very nervous at first. But it is seen that the interest decreases with time. We don't work with that enthusiasm anymore. Then we see that we lose confidence in our work. I say to myself, maybe it won't happen by me anymore. And because of the broken heart, I don't work like before. In the meantime, it seems that interest in the work is gone. And do not succeed.



In fact, it is our fault. If we work with 100 percent confidence from first to last, it is impossible to stop our success. We lose patience. We want to achieve success easily. But success is never easy. Success requires hard work. From first to last, you have to work confidently. All obstacles have to be learned to deal with confidence. You have to trust yourself, yes I can. I always say one thing, There are nothing impossible for human being, just need a strong will.

Learn the story behind the success of all successful people. You see, there was a strong confident attitude behind every success.

So, you must be confident before doing anything and be confident in the same way from beginning to end. Under no circumstances can it be broken. Only then will success be bound to catch you.

Post a Comment

0 Comments